এর আগে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ সেমি ফাইনালে ট্রিনিদাদ ও টোবাগোকে হারিয়েছিল এবং ইউক্রেন, ভারতকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। ফাইনালে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ দলের পক্ষে গোল করেছে স্বর্না – ১ টি, ফাতেমা – ১ টি, ফাবিয়া – ১টি ও তামাল্লিন – ১ টি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলের দল নেতা শেখ আবুল হাশেম, সহকারী দলনেতা কামরুন নাহার ডানা, হেড কোচ জাহিদ হোসেন রাজু, সহকারী কোচ ফরিদা ইয়াসমিন, ফিজিশিয়ান ডাঃ নিশাত পারভীন ও এডিশনাল স্টাফ সুবর্না চাকমার সফল পরিচালনায় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ফ্লোর বল দলের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ১৭ই মার্চ ২০২৫ তারিখে স্বর্ণপদক জয়ী স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের ফ্লোরবল দল ঢাকায় প্রত্যাবর্তন করেছে। বিমানবন্দরে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব মশিউর রহমান, ন্যাশনাল ডিরেক্টর জনাব ফারুকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ দলকে অভ্যর্থনা জানান।